গোয়াইনঘাটে পৃথক অভিযানে গ্রেফতার ৬
নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্ট ভুক্ত-৪ আসামিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
ওয়ারেন্ট ভুক্ত ৪ জান ছাড়া বাকি ২ জনকে ৩ শত গ্রাম গাঁজাসহ গ্রেফতারবকরেছে পুলিশ।
পৃথক অভিযানে ধৃত আসামীরা হলেন ৩শ, গ্রাম গাজাসহ দুইজন আসামি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার মালিজি কান্দা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোবারক হোসেন (২৫) ও পশ্চিম কালী নগর গ্রামের খসরু মিয়ার ছেলে কাওছার ২০কে এসআই আতিকুজ্জামান ও এসআই জুনেল জাফলং চা বাগান এলাকা হতে গ্রেফতার করেন।
এছাড়া পৃথক ভাবে অভিযান পরিচালনা করে এসআই বাছেদ মিয়া, এএসআই আব্দুল হেকিম, এএসআই রাজিব রায়,এ এসআই সোলেমান ওয়ারেন্ট ভুক্ত আসামি নন্দীরগাওঁ ইউনিয়নের কচুয়ার পার গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে ইসমাইল আলী (৪৫), আমির আলী (৫৫) নলজুড়ির মৃত রনজিতের ছেলে সুশীল ও রানীগঞ্জ গ্রামের আং মন্নানের ছেলে তেরা মিয়াকে গ্রেফতার করেন।