সামাজিক সচেতনতাই রুখতে পারে ডেঙ্গু: মুহিত চৌধুরী

নিউজ ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিত চৌধুরী বলেছেন, ডেঙ্গু বর্তমান সময়ের একটা আতংক। সামাজিক সচেতনতাই রুখতে পারে ডেঙ্গু। মূল্যবোধের অবক্ষয় হওয়ার কারণে আজ মানবজাতি নানা সমস্যার সম্মুখিন হচ্ছে। ডেঙ্গু জ্বর প্রতিরোধে আমাদের আশ-পাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেই সাথে মানুষকে সচেতন করে তোলতে হবে।
আজ (১৯ আগস্ট) সোমবার বিকেলে সিলেট শহরতলী জালালাবাদ থানার সোনাতলায় সিলভিয়া ন্যাচারাল হেলথ কেয়ারে অনুষ্ঠিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনামূলক কর্মসূচির অংশ হিসেবে আশরাফুল ল্যাবরেটরীজ সিলেট শাখার উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথাগুলো বলেন।

সিলভিয়া গ্রুপের চেয়ারম্যান কৃষিবিদ মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আহমদ বাবুলের সাবলিল সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইব্রাহীম আলী, সিলেট নিউজ বিডি ডটকম এর সম্পাদক ও প্রকাশক আশরাফুর রহমান জুয়েল,তরুন সাহিত্যিক ও সমাজকর্মী জুনেদ আহমদ।
সভায় বক্তারা আরোও বলেন, আজ আমাদের ধর্মীয় অনুশাসন আর সামাজিক মূল্যবোধ হারিয়ে যাওয়ায় প্রকৃতি নির্মম হয়ে উঠেছে। কেমিক্যাল নির্ভর আহারে আজ মানব জাতি বিভিন্ন জটিল রোগব্যাধিতে ভোগতেছে। তাই আমরা আমাদের প্রকৃতির কাছে ফিরে যেতে হবে। আমরা স্বাস্থ্য ও সামাজিক ভাবে সচেতন হলেই অনেক রোগবালাই থেকে মুক্তি পাবো।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন, সিলেট অফিসের স্বাস্থ্যকর্মী জোন্না বেগম, রোমেনা খানম রুপা, আবুল খয়ের, সাজেদা খানম নাদিয়া, শেখ আব্দুস সুবহান, নাজমা বেগম, আব্দুল মুকিত জাহাঙ্গীর, বাপ্পী দাস, তানজিনা আক্তার পিয়া, ইমরান আহমদ, সাজ্জাদুর রহমান সহ প্রমূখ।

সভাশেষে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনামূলক কর্মসূচির অংশ হিসেবে এক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সোনাতলা বাজারের পয়েন্ট প্রদক্ষিন করেন সিলভিয়া ন্যাচারাল হেলথ কেয়ারে এসে শেষ হয়।

এ বিভাগের অন্যান্য