শাবি’র ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৯ বা ২৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য জানান, আজ রোববার (২৮ জুলাই) সকালে জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। কয়েকদিন পরে অনুষ্ঠিতব্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এই তারিখ উত্থাপন করা হবে। যেকোনো একটি তারিখ নির্ধারিত হওয়ার পর আবেদনের সময়সীমা নিধার্রণ করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের ভর্তি পরীক্ষা আগের নিয়মে অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আগামী বছর থেকে সমন্বিত ভর্তি পরীক্ষায় শাবিপ্রবি অংশগ্রহণ করবে বলে জানা গেছে। এছাড়া সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে আগামী বছর এমসিকিউ’র পাশাপাশি লিখিত পরীক্ষা হওয়ারও সম্ভাবনা রয়েছে।

এ বিভাগের অন্যান্য