ওসমানীনগরে বন্যার্তদের মধ্যে রেড ক্রিসেন্টের খাবার বিতরণ

নিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এর আওতায় আজ ওসমানীনগর উপজেলার ৩০০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।

এর আগে কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট ও ওসমানীনগর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থায়নে ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে বুধবার (২৪ জুলাই) ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নে বিভিন্ন গ্রামের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা সাবেক চেয়ারম্যান মো.কবির উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য সোহেব আহমদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক বিবি মরয়ুম (এনডিআরটি), যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব-প্রধান সাহনুর চৌধুরী সাথী, সিলেট ইউনিটের বিভাগীয় উপ-প্রধান প্রশিক্ষণ বিভাগের বদরুল আজাদ শুভ, সদস্য মো.শহীদুল ইসলাম সুহাত, ফয়জুল নেছা রুমানা, মুস্তফা আহমেদ‘সহ ইউপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য