বাঁচতে চায় ছোট্ট তামিমা

সিকৃবি প্রতিনিধিঃ বয়স আর কতো হবে। ৯ বছরের একটা বাচ্চা মেয়ে। এই বয়সে বই ভর্তি ব্যাগ নিয়ে স্কুলে যাবার কথা। বন্ধুদের সাথে খেলাধুলায় ব্যস্ত থাকার কথা। অথচ মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছে সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী তামিমা। তামিমার ভালো নাম তায়্যিবা আলম তামিমা। সে ভুগছে অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (অগখ গ২) বা অস্থিমজ্জার ক্যান্সারে। তামিমার বাবা মোঃ শফিউল আলম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ের সেকশন অফিসার, মা রেহেনা খাতুন গৃহিনী। বাবা তার জায়গা সম্পত্তি বিক্রয় করে মেয়ের চিকৎসা শুরু করেছেন। গত ২৬মে ভারতের বেঙ্গালুরে কিডওয়াই মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসার অংশ হিসেবে প্রথম কেমো থেরাপি দেয়া হয়। প্রথম কেমো থেরাপি দেয়ার পর পুনরায় বোনমেরু পরীক্ষা করা হয়। বোনমেরু পরীক্ষার পর ডাক্তার যত দ্রæত সম্ভব বোনমেরু পরিবর্তনের পরামর্শ প্রদান করেন। বোনমেরু বা অস্থিমজ্জা পরিবর্তন করতে ১০০০০০০০/- (এক কোটি) টাকার প্রয়োজন। অসহায় বাবা-মা কোথায় পাবে এতো টাকা। আমাদের ভালোবাসায় বেঁচে উঠতে পারে তামিমা। আপনার সাধ্য অনুযায়ী এগিয়ে আসুন। বিকাশ নম্বর ঃ ০১৭১২৬৩৬২৪০ (পার্সোনাল অ্যাকাউন্ট)। ব্যাংক একাউন্ট ঃ মোঃ শফিউল আলম, হিসাব নং ২০৬৩০১০০০০১৮৬৭,রূপালী ব্যাংক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা। হিসাব নং ৫৬১০১০১০১৯২৫৮,সোনালী ব্যাংক, আম্বরখানা শাখা, সিলেট। হিসাব নং ২০১১৫১০১৩৬০৫৩, ডাচ বাংলা ব্যাংক, আম্বরখানা শাখা, সিলেট।

এ বিভাগের অন্যান্য