আম্বরখানা থেকে ইয়াবাসহ যুবক আটক
নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে ২২৩ পিস ইয়াবাসহ মো. বাবুল মিয়া (৩০) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২২ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে এএসপি ওবাইন এর নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আম্বরখানার বরকতিয়া সুপার মার্কেটের পাশে থেকে তাকে আটক করে।
আটক যুবক গোয়াইনঘাট উপজেলাধীন আঙ্গাইরজুর গ্রামের মৃত মো. জমির উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. শওকাতুল মোনায়েম জানান- আটক যুবক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।