নগরীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
নিউজ ডেস্ক: সিলেট নগরীর করের পাড়ায় ওলি সরকার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার আছিমপুর গ্রামের মনোরঞ্জন সরকারের মেয়ে ও রাতুল সরকারের স্ত্রী।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে নগরীর করের পাড়ার মেঘনা বি-২০ নম্বর বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দুই কন্যা সন্তানের জননী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে আটক করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার অফিসার ইন-চার্জ ওকিল উদ্দিন জানান, পুলিশ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আর জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী রাতুল সরকারকে আটক করা হয়েছে।