নগরীর তালতলা থেকে ৭ জুয়াড়ী আটক
ডেস্ক :: সিলেট নগরীর তালতলা এলাকার নন্দিতা সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে শিলং তীর নামক জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়ীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
রবিবার বিকাল ৪টার দিকে আকস্মিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- শামীমাবাদ এলাকার মৃত রমিজ আলীর ছেলে শের আলী (৪৫), বিশ্বনাথের রাজনগর গ্রামের রইছ আলীর ছেলে দেলায়ার হোসেন (২৬), দিরাই উপজেলার রাজনগর গ্রামের কাশেম আহমদের ছেলে তুহিন আহমদ (২০), শেরপুর জেলার নকলা উপজেলার চর ভাবনা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আনছার উদ্দিন (২৯), হবিগঞ্জের চুনারঘাট উপজেলার বড়দেশ গ্রামের মর্তুজ আলীর ছেলে সবুজ মিয়া (২৬), সিলেট সদরের টুকেরবাজার গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে ইয়ামিন আহমদ (৩৪) ও জৈন্তাপুর উপজেলার বীরখাই গ্রামের মৃত শহর উল্লাহর ছেলে কামরুল হাসান (২৮)।
পুলিশ জানায়- জুয়ার বোর্ড থেকে ২ হাজার ৬৩৫ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।