সিলেটে ‘কাবা ঘর নিয়ে আপত্তিকর পোস্ট’: আটক ১

নিউজ ডেস্ক: সিলেটে কাবা শরীফ নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম অকিল কুমার বিশ্বাস (২৭)। সে নেত্রকোনা সদর এলাকার অনিল চন্দ্র বিশ্বাসের পুত্র। বর্তমানে সে নগরীর চৌকিদেখি এলাকায় বসবাস করছে এবং মজুমদারী সিএনজি-অটোরিকশা স্ট্যান্ডের সিএনজি চালক বলে জানা গেছে।

শনিবার (২০ জুলাই) বিকাল আনুমানিক ৪ টার দিকে নগরীর মজুমদারী এলাকায় প্রথমে জনতা তাকে আটক করে পরে সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের কাছে তোলে দেন। এ ঘটনায় তার নামে ২০০৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার অকিল কুমার বিশ্বাস তার ব্যবহৃত ‘অকিল চন্দ্র বিশ্বাস’ নামিয় ফেসবুক আইডি থেকে কাবা ঘরের ছবি ও শিবের ছবি যুক্ত করে একটি পোস্ট দেন। এ পোস্টে তিনি মন্তব্য করেন ‘মক্কা মদিনা প্রথমে ছিল শিবের মন্দির-প্রমান মিলল। Makka Madina shivling Mystery in bangla’। এ মন্তব্যের পর তিনি প্রথমে পোস্টটি অন্যান্য সিএনজি চালকদের তার নিজের মোবাইল ফোন থেকে সরাসরি দেখাতে থাকেন। তখন লোকজন তাকে মারতে উদ্বুদ্ধ হলে স্ট্যান্ড কর্তৃপক্ষ প্রথমে তাদের অফিসে আটকে রেখে পরে পুলিশের হাতে তোলে দেন।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, গ্রেপ্তার অকিল কুমার বিশ্বাস কাবা শরীফ এর ছবির সাথে আপত্তিকর একটি ছবি যুক্ত করে প্রথমে তার ফেসবুকে পোস্ট করে।

পরে এ ছবি সে তার সাথের কয়েকজনকে দেখায়। এসব বিষয় দেখে তার সাথের অন্য সিনজি চালকরা ও স্থানীয় জনগণ তাকে মারতে উদ্বুদ্ধ হলে স্ট্যান্ড কর্তৃপক্ষ তাকে আমাদের কাছে হস্তান্তর করেন।

এ বিভাগের অন্যান্য