সুদানে বঙ্গবন্ধুর নামে সম্মেলন হল
নিউজ ডেস্ক: শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে সুদানের দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি পুলিশ ইউনিটের কনফারেন্স হলের নাম। মিশন ইতিহাসে প্রথমবারের মতো জাতির জনকের নামে কোনো স্থাপনার নামকরণ করা হল।
জাতিসংঘের সুদান মিশনের প্রধান জেরেমিয়া মামাবোলো ‘বঙ্গবন্ধু হল’র উদ্বোধন করেন বলে সেই ইউনিটে কর্মরত অপারেশনস অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া জানিয়েছেন।
তিনি বলেন, গত সোমবার বঙ্গবন্ধু হলের উদ্বোধন অনুষ্ঠানে মিশনের ফোর্স কমান্ডার জেনারেল লিওনার্ড, দারফুর পুলিশ কমিশনার সুলতান তেমুরিসহ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তা মাসুম মিয়া বলেন, “মিশন প্রধান জেরেমিয়া মামাবোলো জাতির জনকের নামে হলের উদ্বোধন করে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ সময় তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেরও প্রশংসা করেন।”
দারফুরে বাংলাদেশি ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার মোহাম্মদ আব্দু হালিম বঙ্গবন্ধুর নামে হলটির নামকরণ করার প্রস্তাব করেন।
২০০৭ সাল থেকে সুদানে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কার্যক্রম শুরু হয়। বর্তমান ইউনিট (রোটেশন-১১) গত ২৫ মে থেকে সেখানে কর্মরত আছে।