পরিবার পরিকল্পনায় বিভাগীয় শ্রেষ্ঠ হল সিলেট সদর উপজেলা

নিউজ ডেস্ক: বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৯ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সিলেট বিভাগের শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনায় বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হয়েছে সিলেট সদর উপজেলা।

প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন’। প্রতিপাদ্য বিষয় নিয়ে বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। যা বিভিন্ন সড়ক ঘুরে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় মিলিত হয়।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ। সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. কুতুব উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিংহ, সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা. মো. আনিছুর রহমান।

এ বিভাগের অন্যান্য