পিয়াইন নদীতে ডুবে যুবক নিখোঁজ
নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে জালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে বিদ্যুতের শক লেগে পানিতে ডুবে এক যুবক নিখোঁজ রয়েছে। নিখোঁজ যুবকের নাম হোসেন মিয়া (২৮)। তিনি উপজেলার নয়াগাঙের পাড় গ্রামের গণি মিয়ার ছেলে।
বুধবার (১১ জুলাই) রাতে জাফলংয়ের নয়াবস্তি গ্রাম সংলগ্নপিয়াইন নদীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে হোসেন ও তার কয়েক সহযোগি মিলে তার শশুর বাড়ির এলাকা ছৈলাখেল অষ্টম খণ্ড থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পাহাড়ি ঢলের সাথে পিয়াইন নদী দিয়ে আসা জালানি কাঠ সংগ্রহ করতে যায়। কাঠ সংগ্রহের এক পর্যায়ে তার ব্যবহৃত ছাতার সাথে নদীর ওপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালনের লাইনে শক লেগে হোসেন মিয়া নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যায়। নদীতে প্রবল স্রোত থাকায় মুহূর্তের মধ্যেই সে পানিতে ভেসে যায়। এ কারণে তার সাথে থাকা লোকজন হোসেন মিয়াকে উদ্ধার করতে ব্যর্থ হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, বিষয়টি আমরা শুনেছি। দিনভর বৃষ্টি আর নদীতে প্রবল স্রোত থাকার কারণে এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি। তবে তার সন্ধানে থানা পুলিশসহ এলাকার লোকজনও সচেষ্ট রয়েছেন।