চলতি মাসেই চালু হবে ই-পাসপোর্ট
নিউজ ডেস্ক: চলতি মাসেই ই-পাসপোর্ট চালু করা হবে। যে কোনো সময় হতে পারে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্ট উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সময় বিবেচনা করে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু করা হবে।
মন্ত্রী বলেন, এর আগে দুই লাখ ষাট হাজার এমআরপি পাসপোর্ট তুলে দিয়েছে সরকার। ই-পাসপোর্টও দেয়া হবে।’