শ্রীলঙ্কা সফরে থাকছেন না সাকিব-মাহমুদুল্লাহ-লিটন
ক্রীড়া ডেস্ক: চলতি মাসেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন শ্রীলঙ্কা সফরে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। যে তালিকায় আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররা।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এ বিষয়টিও নিশ্চিত করেছেন নান্নু।
সাকিবের না খেলার ব্যাপারে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ক্রিকবাজকে জানান, ‘টানা ক্রিকেট খেলে সাকিব ক্লান্ত। এ কারণেই হয়তো সে বিশ্রামের জন্য আবেদন করেছে। আমি যতদূর জানি এই বিশ্রামের সময়টুকুতে ও হজ পালন করবে। তবে আমরা এখনো ওর ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই নি।’ এদিকে আগামী ২৮শে জুলাই লিটন কুমার দাসের বিয়ে। এ কারণে শ্রীলঙ্কা সফরে তার উপস্থিতিও অনিশ্চয়তার মুখে।
তবে ইনজুরিতে আক্রান্ত মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আপাতত কোনো ঝুঁকি নিতে রাজি নয় বোর্ড। নান্নু বলেছেন, মেডিকেল রিপোর্ট হাতে আসার পরই মাহমুদুল্লাহর খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে তিন ম্যাচের সূচি প্রকাশ করেছে ‘ক্রিকবাজ’। তাদের খবর অনুযায়ী, ২৩ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়ে সাকিব-তামিমরা ২৬, ২৮ ও ৩১ জুলাই মুখোমুখি হবে স্বাগতিকদের। তিনটি ম্যাচই হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।