কোম্পানীগঞ্জে ফের নৌকাডুবি
নিউজ ডেস্ক: কোম্পানীগঞ্জে আবারো বালু বুঝাই নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নৌকার মাঝি নিখোঁজ রয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার নতুন বাজার ও বাংকারের মাঝামাঝিতে মরা ধলাই নদীতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে উপজেলার নতুন বাজার ও বাংকারের মাঝামাঝিতে মরা ধলাই নদীতে খালি বলগেট নৌকার ধাক্কায় বালু বুঝাই বলগেট নৌকাটি ডুবে যায়। এসময় ৩জন মাঝি লাফ দিয়ে নিরাপদে গেলেও ভিতরে ঘুমন্ত অবস্থায় একজন মাঝি ছিলেন। তিনি নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
ঘটনাস্থল থেকে একজন নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান।
তবে নিখোঁজ মাঝির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
এর আগে গতকাল রবিবার ২ বালু বুঝাই নৌকা ডুবে ২জনের মৃত্যু হয়েছে। এবং খেয়া নৌকা ডুবে ২জনের নিখোঁজের খবর পাওয়া গেছে ও সাদা পাথার এলাকায় একজন নিখোঁজ হয়েছে। তাদের লাশ এখনোও উদ্ধারের চেষ্টা চলছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন ব্যার্নাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকায় অতিরিক্ত বুঝাই করার কারণে এই নৌকাডুবির ঘটনাটি ঘটে। একজন নিখোঁজ রয়েছে। আমরা উদ্ধার কাজ চালাচ্ছি।