সুরমা নদীর তীর দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত
নিউজ ডেস্ক: সিলেটে সুরমা নদীর তীর দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। সোমবার দ্বিতীয় দিনের অভিযানে কাজিরবাজারের মাছের আড়ৎসহ একাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ নিয়ে দুই দিনে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হলো।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিচিলের নেতৃত্বে অভিযানে সিলেট সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর উধ্বর্তন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিচিল জানান, তোপখানা থেকে কাজিরবাজার সেতু পর্যন্ত সুরমার তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দীর্ঘদিন থেকে সুৃরমার তীর দখল করে স্থাপনা গেড়ে বসেছিলেন প্রভাবশালীমহল। এগুলো চিহ্নিত করে তাদের সরে যেতে নোটিশ দেওয়া হয়েছিল। করা হয়েছিল মাইকিংও। এরপরেও তারা সরে না যাওয়ায় অভিযানে নামে প্রশাসন।