সিলেটের আম্বরখানা থেকে ব্যবসায়ী নিখোঁজ
ডেস্ক রিপোর্ট: সিলেট নগরীর আম্বরখানাস্থ পয়েন্ট ভিউ মার্কেটের সামনে থেকে বৃহস্পতিবার (৪জুলাই) বিকাল ৩ টার দিকে মো: রফিকুল ইসলাম নামের ৪৮ বছরের একজন মধ্য বয়স্ক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
তাৎক্ষণিকভাবে আশপাশের সম্ভাব্য সব এলাকায় খোঁজ করে রফিকুল ইসলামকে পাওয়া যায়নি।
রফিকুল ইসলামের গায়ের রঙ শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি। তার পরনে ছিল সাদা রংয়ের শার্ট ও কালো রংয়ের প্যান্ট।
স্থায়ী ঠিকানা: কুরবানটিলা, থানা: এয়ারপোর্ট, জেলা- সিলেট। তার বাবার নাম মৃত সিকান্দার আলী, মাতা: মায়া বিবি।
তার সন্ধান না পেয়ে সিলেট এয়ারপোর্ট থানায় রবিবার (৬জুলাই) সাধারণ ডায়রি করেছেন রফিকুল ইসলামের স্ত্রী শেফা বেগম।(জিডি নম্বর: ২২০)
কোন সহৃদয় ব্যক্তি উনার সন্ধান পেয়ে থাকলে এই যোগাযোগ নম্বর: ০১৭১৪৭৬৯০০১, ০১৭১৫৬১০২০১
বিজ্ঞপ্তি।