সুরমা নদীতে ভেসে ওঠলো শিশু মাহার লাশ
নিউজ ডেস্ক: শিশু মাহার লাশ লামাকাজি এলাকায় সুরমা নদীতে ভেসে ওঠেছে। শুক্রবার বিকেলে তার সৎমা কুমারগাঁও এলাকায় সেতু থেকে তাকে ফেলে দিয়েছিলো।
শনিবার বিকেলে পুলিশ লামাকাজি এলাকায় সুরমা নদীতে থেকে শিশু মাহার উদ্ধার করে।
প্রথমে স্থানীয়রা লাশ ভাসতে দেখেন এবং পুলিশে খবর দেন ।
এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে সেতু থেকে শিশুকন্যা মাহাকে নদীতে ফেলে দেন তার সৎমা সালমা। এ ঘটনায় সালমা বেগম নামের ওই নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার ওই শিশুর বাবা জিয়াউল হক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয় শিশু মাহার সৎমা ও জিয়াউলের দ্বিতীয় স্ত্রী সালমা বেগমকে। শনিবার সালমাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।