লামাকাজিতে সড়ক দূর্ঘটনায় নিহত ১
নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজিতে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় দৈনিক উত্তরপূর্বের নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থের ভাই মৃণাল দাশ পুরকায়স্থ (৬০) মারা গেছেন। তিনি হেমেন্দ্র দাশ পুরকায়স্থের ছেলে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে লামাকাজির দিঘলী দত্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি সড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। তখন অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক উত্তরপূর্বের সহকারি বার্তা সম্পাদক ওলিউর রহমান।