সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানের যোগদান
নিউজ ডেস্ক :: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট-এর চেয়ারম্যান পদে যোগদান করেছেন প্রফেসর মোঃ মজিদুল ইসলাম। তিনি গত ১ জুলাই সিলেট শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ করেছেন।
সিলেট শিক্ষা বোর্ডে যোগদানের পূর্বে তিনি টঙ্গি সরকারী কলেজ গাজীপুরের উপাধ্যক্ষ হিসেবে প্রায় ৩ বছর কর্মরত ছিলেন। তিনি দেশের বিভিন্ন সরকারী কলেজে সুনামের সাথে অধ্যাপনা করেছেন। এছাড়া তিনি দীর্ঘদিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উন্নয়ন প্রকল্পে গবেষণা কর্মকর্তা হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি সিলেটের শিক্ষার মান উন্নয়নে কাজ করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।