মাছ ধরার ট্রলার ডুবে ২৬ জনের মৃত্যু
নিউজ ডেস্ক: মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি মাছ ধরার নৌকা ডুবে ২৬ জন নিহত হয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি পোর্তো লেম্পিরা থেকে ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বুধবার (৩ জুলাই) দেশটির সশস্ত্র বাহিনী জানায়, বৈরি আবহাওয়ার কবলে পড়ে ক্যারিবিয়ান সাগরের উপকূলে এই মাছ ধরার নৌকাটি ডুবে যায়।
হন্ডুরাসের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জোসে ডমিংগো মেজা বলেন, নৌকাটি জেলেদের নিয়ে হন্ডুরাস-নিকারাগুয়া সীমান্তের কাছে কো গ্রাসিয়াস থেকে যাত্রা করে। জেলেরা গলদা চিংড়ি ধরতে যাচ্ছিল।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাছ ধরার মৌসুম উপলক্ষে হন্ডুরাস উপকূলে অনেক নৌকা জমা হয়েছে। কয়েকদিন আগে জেলেদের আরেকটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় ৪৯ জনকে উদ্ধার করা হয়।