নগরীতে মোটরসাইকেলসহ চোর আটক
নিউজ ডেস্ক: সিলেটে এক মোটরসাইকেল চোরকে আটক করেছে পুলিশ। আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধিন আনোয়ারপুর বাজার থেকে সুজুকি জিক্সার ১৫০ সিসি একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মো. আলী আকবর তপু মিয়া (২২)। সে সুনামগঞ্জ জেলার তেঘরিয়া গ্রামের মৃত টিপু মিয়ার পুত্র। বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ৭ টার দিকে নগরীর কাষ্টঘর রাস্তার প্রবেশ মুখ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার এসআই মো. ইবাদুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন।
পুলিশ জানায় আটক মো. আলী আকবর তপু মিয়া গত ১ জুলাই সে নগরীর জামতলাস্থ সপ্তদীপা ৯ নং বাসা থেকে গ্রিল কেটে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিন মোটরসাইকেলের মালিক অশীষ কুমার বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি অভিযোগ দাখিল করেন। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক ও মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।