কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় সাড়ে ২৮ কোটি টাকার ক্ষতি
নিউজ ডেস্ক: কুলাউড়া উপজেলার বরমচালে গত ২৩ জুনের ট্রেন দুর্ঘটনা তদন্তে গঠিত চার সদস্যের কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে উঠে এসেছে রেলওয়ের ক্ষয়-ক্ষতির পরিমাণ। এ দুর্ঘটনায় রেলওয়ের যান্ত্রিক, সিগন্যাল অ্যান্ড টেলিকম, প্রকৌশল বিভাগ সব মিলিয়ে ক্ষতি হয়েছে ২৮ কোটি ৩৪ লক্ষ টাকা। তদন্ত কমিটির মতে রেলপথ নিয়মিত সংস্কার না করা, প্রকৌশল বিভাগের গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছিল। স্থায়ী পরিদর্শক বা পুতকর্ম পরিদর্শক সার্বিক অবস্থার জন্য দায়ী।
এদিকে তদন্ত কমিটির প্রতিবেদনে একজন সই করেননি। তিনজনের স্বাক্ষরিত প্রতিবেদন গত ১ এপ্রিল রেলওয়েল মহা পরিচালকের (ডিজি) দপ্তরে জমা দেওয়া হয়েছে। দুর্ঘটনার জন্য রেলপথের মৌলভীবাজার-কুলাউড়া অংশের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী জুলহাস ও গ্যাং ইনচার্জ সাইফুল আলমকে দায়ী করা হয়েছে তদন্ত রিপোর্টে।