উপশহর থেকে পলাতক মামলার আসামী গ্রেফতার
সিলেট নগরীর উপশহর পয়েন্ট থেকে একটি মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। রবিবার বিকাল ৪ টার দিকে তাকে উপশহর পয়েন্টস্থ রিফাত এন্ড কোং মেগা শপের ভিতর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার খোকন মিয়ার ছেলে সাবলু আহমদ (২৮) শাহপরাণ (রহ.) থানার মামলা নং-২২ তাং-২১/০৫/১৯ খ্রি. এর এজাহারনামীয় ৩নং আসামী। শাহপরাণ (রহ.) থানার এসআই রাজীব কুমার রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়- তাকে উল্লেখিত মামলার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও একপর্যায়ে জানায় ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি টিলাগড় পূর্ব শাপলাবাগস্থ এভারগ্রীন সিটির ১নং রোডে লুকিয়ে রেখেছে।
পরে এসআই রাজীব কুমার রায় সাক্ষীদের উপস্থিতিতে সাবলু আহমদ সেখানে মাটি খুড়ে একটি দেশীয় তৈরী স্বচল রিভলবার বের করে দেয়।
অস্ত্র উদ্ধারের ঘটনায় শাহপরাণ (রহ.) থানার একটি মামলা দায়ের করে এর তদন্তভার এসআই শাখাওয়াত হোসেনকে দেয়া হয়েছে।
শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।