যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বিয়ানীবাজার ইউথ সোসাইটির কমিটি গঠন।
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায়
বিয়ানীবাজার ইউথ সোসাইটির কমিটি গঠন।
যুক্তরাষ্ট্র জর্জিয়াতে বসবাসরত প্রবাসী বিয়ানীবাজার এর সকলের উপস্হিতিতে গঠন করা হয় বহু প্রত্যাশিত এলাকা ভিক্তিক সমাজ সেবা মূলক সামাজিক সংগঠন “বিয়ানীবাজার ইউথ সোসাইটি” অব জর্জিয়া।
নবগঠিত কমিটির সদস্যরা তাদের সংগঠনের
লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরেন তারা বলেন,
জর্জিয়াতে বসবাসরত বিয়ানীবাজার বাসী ঐক্যবদ্ধ হয়ে থাকা ও আমাদের ভবিষ্যত প্রজন্মকে বাংলাদেশি সংস্কৃতি সম্পর্কে অবহিত করা এবং বিয়ানীবাজারে অবস্হানরত অসহায় মানুষকে আমাদের সাধ্য মত সহযোগিতা করাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য ।
নবগঠিত কমিটিতে সকলের মতামতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেলওয়ার হোসেন এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহেদুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন
সহ সভাপতি :আবুল হাসান
সহ সভাপতি :আবুল কাশেম
সহ সাধারন সম্পাদক :কামরুল ইসলাম
সাংগঠনিক : কবির আহমেদ
সহ সাংগঠনিক : মামুনুর রশিদ
কোষাধক্ষ : সাব্বির আহমদ
ক্রীড়া : আবু তারেক
সহ ক্রীড়া : জাকির হোসেন
প্রচার : জুনায়েদ আহমদ
সহ প্রচার: রেজাউল ইসলাম
সংস্কৃতি: হোসেন আহমদ
আপ্যায়ন : আমিনুল ইসলাম
সহ আপ্যায়ন :নাছির আহমদ
যাত্রালগ্নে সকল নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।