শপথ নিলেন সুনামগঞ্জ ও হবিগঞ্জের ১৭ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা
স্টাফ রিপোর্ট: শপথ নিলেন সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ১৭টি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। নির্বাচিত হওয়ার একমাস ছয়দিনের মাথায় মঙ্গলবার (১৬ এপ্রিল) শপথ গ্রহণ করেন।
মঙ্গলবার দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ অনুষ্ঠানে পর্যায়ক্রমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার উপজেলাগুলোর নবনির্বাচিত ৫১জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১০ মার্চ এই দুই জেলার ১৭টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলার সদর উপজেলা, ছাতক, দোয়ারাবাজার, দিরাই, শাল্লা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দক্ষিণ সুনামগঞ্জ ও ধর্মপাশা উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নেন।
হবিগঞ্জ জেলার সদর উপজেলা, নবীগঞ্জ, বাহুবল, লাখাই, আজমিরিগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর ও বানিয়াচং উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ গ্রহণ করেন।