নুসরাত হত্যার প্রতিবাদে সিলেট মহিলা আওয়ামীলীগের মানববন্ধন বৃহস্পতিবার
স্টাফ রিপোর্ট:
ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর পক্ষ থেকে আগামি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নগরীর চৌহাট্রাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক মানববন্ধন অনুষ্ঠিত হবে । এতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ঠ সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে ।