কঙ্কাবতী :মামুন আনসারী

(১)

কামিনী ধরিতে গেলে সখি মরে লাজে,
সমুখে দু’চোখ বুঝে হাতরিয়ে সখা খুঁজে;
প্রণয় মাজারে ত্রাতা রাগ কেন বাজে–
তাঁকে স্মরি আনমনে পাবো বুঝি বরিষণে;
অকাল বোধন মাগি চরণের মাঝে।

(২)

শূন্যপথ পাড়ি দিয়ে বসে পড়ি ঘাটে,
নেবুতলে চুপিচুপি বেলা যেত সেথা ডুবি;
বলানুজ বনে গিয়ে আলিঙ্গন পাটে–
অপরূপা কঙ্কাবতী যাদুময় রূপবতী;
প্রেমাস্পদ ধুলোবালি জোটে মোর গাঁটে।

(৩)

বাতায়ন খুলে দিয়ে দর্শন দামিনী,
দুটি মন আগ পিছু নাহি ভাবে কোনো কিছু;
নব কেশদাম বাগে স্নিগ্ধ স্রোতঃস্বিনী–
কথা বলে কাছে আসে ঝাঁপিয়ে কাঁপিয়ে হাসে;
শিঁরে নিলে কিরীটিনী রাধে উন্মাদিনী।

এ বিভাগের অন্যান্য