গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন সাংবাদিক গুলজার ও অভি
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর উত্তর বাগবাড়ি মদিনা মার্কেট রোড এলাকায় একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরিত সিলিন্ডারটি উড়ে গিয়ে আঘাত করে সড়ক দিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিককে। তবে অল্পতেই রক্ষা পেয়েছেন তারা। শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুই সাংবাদিক হলেন- চ্যানেল ২৪ টিভির সিলেট অফিসের প্রতিবেদক গুলজার আহমদ ও দৈনিক ভোরের কাগজের আলোকচিত্রী অসমিত অভি।
সাংবাদিক গুলজার আহমদ জানান, উত্তর বাগবাড়ি এলাকার মদিনা মার্কেট রোডে স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের সামনে একটি ট্রাকে (ঢাকা মেট্রো অ-১১-৪৭৬৫) বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার ছিল। ট্রাক থেকে সিলিন্ডারগুলো নামিয়ে ওই প্রতিষ্ঠানে নেয়া হচ্ছিল। এ সময় একটি সিলিন্ডারের মুখে লাগানো ভালব বিস্ফোরিত হলে সিলিন্ডারটি উড়ে গিয়ে পেছনে থাকা একটি সিএনজি অটোরিকশার সামনে আঘাত করে এটিকে দুমড়েমুচড়ে দিয়ে পেছন দিয়ে বেরিয়ে যায়। পরে উড়ন্ত সিলিন্ডারটি পেছনে মোটরসাইকেলে থাকা তাদেরকে আঘাত করে। এতে তারা দুজন আহত হন।
তিনি জানান, তিনি ও অভি সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় একটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।