দিরাইয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

‘‘এখনই সময় অঙ্গীকার করার,যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার”এই স্লোগানে মুখরিত হয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে বেসরকারী অলাভজনক সংস্থা সীমান্তিক’ টঝঅওউ ও ঝগঈ এর সহযোগীতায় দিবসটি যথাযত মর্যাদায় উদযাপন করে। উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলা অফিস প্রাঙ্গন পদক্ষিন করে এবং র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি পরবর্তি আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ মাহবুবুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিরাই; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূরুল আমিন, ডিসট্রিক টীম লিডার, এমআইএসএইচডি, প্রকল্প, সীমান্তিক; মোঃ আবুল কালাম, এমটিইপিআই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিরাই, নবেন্দ্র কুমার এইচআই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিরাই, রঞ্জিত বিশ্বাস ব্র্যাক প্রতিনিধি দিরাই জনাব ডাঃ মোঃ মহবুবুর রহমান বলেন যক্ষ্মা প্রতিরোধ করতে এবং যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে । সীমান্তিক নতুন দিন জেলা টিম লিডার জনাব মোঃ নরুল আমীন বলেন আমরা সবাই এক সাথে মিলে কাজ করলে যক্ষ্মা প্রতিরোধ করা সহজতর হবে এবং এগিয়ে যাবে দেশ ।উক্ত আনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী কর্মকর্তা ওকর্মচারী বৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধিগন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ আনেকেই । এছারাও দিরাইয়ের পাশাপাশি সীমান্তিকের উদ্যোগে এবং ইউএসইডি ও এস এসএমসি এর সহযোগীতায় জামালগঞ্জ উপজেলা ,ছাতক উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলায় বিশ্ব যক্ষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।

এ বিভাগের অন্যান্য