দক্ষিণ সুরমায় সতর্ক অবস্থানে পুলিশ, ভোটার শূন্য কেন্দ্র
উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ দ্বিতীয় ধাপে সিলেটের ১২ উপজেলায় সকাল ৮টা থেকে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়েছে। নির্বাচন নিয়ে উৎসাহ-উদ্দীপনা-আমেজ তেমনটা না থাকলেও সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, ভোটের মাঠ খালি থাকলে ও সতর্ক অবস্থা রয়েছে সকাল ১০টায় পরিদর্শনে দেখা যায় দক্ষিন সুরমার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।
এবিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল-মুসা জানান সিলেট সদর ও দক্ষিণ সুরমা প্রতিটি কেন্দ্রের বাইরে এক বা একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৪৪ মোবাইল টিমের পাশাপাশি ২১ টি স্ট্রাইকিং ফোর্স রয়েছে। দক্ষিন সুরমায় ১৬৯ টি কেন্দ্রের মাঝে ১২৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে।