কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলো সিলেট জেলা ও মহানগর আ.লীগ
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী পালন করলো সিলেট জেলা ও মহানগর আওয়ামীগের নেতৃবৃন্দ। ১৭ মার্চ রাত ১২ টা ১ মিনিটে সিলেট জেলা পরিষদের হল রুমে কেক কেটে জন্মদিন উদযাপন করে সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্তিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ দিকে রবিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিনে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণ করে। কর্মসূচিতে অংশ নেন জেলা ও মহানগর আওয়ামী লীগের সকলস্তরের নেতাকর্মী এবং অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সফল হওয়ায় নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।