ডাকসু নির্বাচনে এস এম হল থেকে দিরাইয়ের আকিব বিপুল ভোটে বিজয়ী
স্টাফ রিপোর্টার ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু-নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল (এস এম হল) সংসদে সাহিত্য সম্পাদক পদে দিরাইয়ের কৃতিসন্তান আকিব মোহাম্মদ ফুয়াদ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে আকিবের প্রাপ্ত ভোট ৫৯১ এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ মোমিনুল ইসলাম ৪৭৭ ভোট পান। অপর দুই প্রার্থী মোঃ রেজাউল ইসলাম ৪৩ ও রেদোয়ান মাহদী জয় ৪১ ভোট পেয়েছেন। দিরাইয়ের কলিয়ারকাপনের বাসিন্দা আকিব সিলেট নগরীর স্কলার্স হোম থেকে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেন। তার পিতা আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুর রহমান সেলিম সিলেট জজ কোর্টে এপিপি হিসেবে কর্মরত। তার দাদা প্রয়াত আবুল খয়ের মাস্টার এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ছিলেন। বর্তমানে আকিবের পরিবার সিলেট নগরীর বালুচরে বসবাস করছেন। ডাকসু নির্বাচনে বিজয়ী হওয়া আকিব ও তার পরিবার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।