কবি মুহিত চৌধুরীকে বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা

বেলাল বদরুল,মিডল্যান্ড থেকে :বিলেতে সফররত সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিকসিলেটডটকম সম্পাদক কবি মুহিত চৌধুরী বলেছেন, ‘প্রবাসী সাংবাদিকরা বাংলাদেশের সাথে প্রবাসের সেতুবন্ধন তৈরী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশের সমৃদ্ধ ভাষা, সাহিত্য-সংস্কৃতি প্রবাসের বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে তোলে ধরছেন। এটি একটি অসাধারণ কাজ বলে আমি মনে করি।

রবিবার বার্মিংহাম বাংলা প্রেসক্লাব আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন।

বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক মোস্তফা যুবরাজের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি খসরু খান, সহ-সভাপতি আব্দুল কাদির আবুল,বিয়ানী বাজার এডুকেশন ট্রাস্ট এর সহ-সভাপতি বেলাল বদরুল, বার্মিংহাম বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি মো: আব্দুল মালিক পারভেজ, ফরএভার লিভিং এর সিনিয়র ম্যানেজার মো: আখতার, হোপ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শেখ গয়াছ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শাহ তালেবুর হোসেন, আবু ওয়াহিদ, সেবা কেয়ারের অ্যাম্বসেডার মোহাম্মদ আবদুল মুহিত,লেখক সাংবাদিক এবং মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব,বিশিষ্ট কনসালট্যান্ট সবুজ মিয়া, চ্যানেল এস এর মিডল্যান্ড প্রতিনিধি এইচ এম আশরাফ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর চৌধুরী,এটিএন বাংলার বদরুল আলম প্রমূখ।

সভাপতরি বক্তব্যে মোস্তফা যুবরাজ বলেন, মুহিত চৌধুরী অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমকিা রাখছন। তিনি কবি,সাংবাদিক,গীতিকার, নাট্যকার বহুমুখি প্রতিবার অধিকারী একজন ব্যক্তি। আমরা আশা করি সিলেট অনলাইন প্রসেক্লাব এবং বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানরে শেষে বিভিন্ন সংগঠনরে পক্ষ থেকে মুহিত চৌধুরীকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য