দুই জেলায় মাঠে থাকবেন ১৮ বিচারিক ম্যাজিস্ট্রেট
স্টাফ রিপোর্ট: সুনামগঞ্জ ও হবিগঞ্জে ১৮ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ মার্চ। নির্বাচন অনুষ্ঠিতব্য এসব উপজেলায় একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।
এসব বিচারিক ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছেন। নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সুনামগঞ্জ জেলার ১০ উপজেলায় একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় সুনামগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদতর এ এলাহী, ছাতকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামল কান্তি সিংহ, দুয়ারাবাজারে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান, দক্ষিণ সুনামগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্টেট মো. খালেদ মিয়া, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহ উদ্দিন আহমদ, জামালগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ পাল, শাল্লায় সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে, ধর্মপাশায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান, বিশ্বম্ভরপুরে সিলেটের সিনিয়র মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান সিদ্দীকি, তাহিরপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর রশিদ।
এছাড়া হবিগঞ্জে ৮টি উপজেলায় একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। তারা হলেন- হবিগঞ্জ সদরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. শাহীনুর আক্তার, বাহুবলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা বেগম, মাধবপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা হক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চুনারুঘাটে মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান, লাখাইয়ে মৌলভীবাজারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান, নবীগঞ্জে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার আলম, আজমিরীগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ তালুকদার, বানিয়াচংয়ে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাস।
কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনের আগের দিন, ভোট গ্রহণের দিন এবং পরবর্তী দু’দিন তথা ১২ মার্চ পর্যন্ত ৫দিন তারা মাঠ পর্যায়ে নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্নে নিয়োজিত থাকবেন। এই সময়ে তারা নির্বাচনী অপরাধ সমূহ তদারকি করবেন।