সিলেটে লুলু আল মার্জান ট্রাভেলসের শুভ উদ্বোধন করা হয়ে হয়েছে
সিলেটে লুলু আল মার্জান ট্রাভেলসের শুভ উদ্বোধন করা হয়ে হয়েছে।
আরব আমিরাতের লুলু আল মার্জান ট্রাভেলসের শাখা এই প্রথম বাংলাদেশে উদ্বোধন করা হয়।
মঙ্গলবার বিকেলে সিলেটের জিন্দাবাজার মিলিনিয়াম শপিং সেন্টারে ১০ম তলায় উদ্ভোধন করেন, লুলু অাল মার্জান ট্রাভেলসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুল ইসলাম ইয়াহিয়া।
এতে অারো উপস্থিত ছিলেন, সিলেট শাখার পরিচালক হোসাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা এনাম উদ্দিন, সন্ধানী লাইভ ইনসুরেন্স কোঃ লিঃ সিলেট শাখার ম্যানেজার রোটারিয়ান মো. অাব্দুল ওয়াদুদ অাল মামুন,এইচ এম মাহমুদ হাসান, নগর অর্টোসের মালিক রোটারিয়ান তাজুল ইসলাম, রোটারিয়ান রাজু অাহমেদ, রোটারিয়ান অাবদুল্লাহ দাদুল, সেবুল অাহমেদ, অাসলাম হোসেন, শারমিন অাক্তার ও রোটারিয়ান অাসমা অাক্তার মনি।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুল ইসলাম ইয়াহিয়া বলেন,লুলু অাল মার্জান ট্রাভেলস সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা প্রদান করবে।