সিলেটে জমে উঠেছে এসএমই পণ্য মেলা

॥আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ করার প্রত্যয় ॥
মবরুর আহমদ সাজু :
সিলেট নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আয়োজনে ‘ আঞ্চলিক এসএমই মেলা-২০১৯’ জমে উঠেছে।মেলার শুরুর দিন থেকে এ মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড়ও বাড়ছে।
মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রনিক্স সামগ্রী, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশী পণ্য প্রদর্শিত ও বিক্রয় হচ্ছে। এবারের মেলায় ক্রেতা-বিক্রেতা ‘মিটিং বুথ’র ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও রক্তদান কর্মসূচি, মিডিয়া সেন্টার ও তথ্য কেন্দ্রের স্টলও রয়েছে।
জগন্নাথপুর থেকে এসএমই মেলা দেখতে এসেছেন রেহেনা। তিনি বলেন, পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম মেলা শুরু হয়েছে তাই সুনামগঞ্জ থেকে সকালেই মেলায় এসেছি। এছাড়া মেলায় ফ্যাশনওয়্যার ঘুরে ঘুরে কিছু ড্রেস কিনলাম, এছাড়াও এখানে পাটজাত পণ্যের অনেকে বেশি কালেকশন আছে সেগুলো কিনবো।
তিনি বলেন, এই এসএমই মেলার আয়োজন আসলেই চমৎকার একটি পদক্ষেপ এতে করে আমাদের সিলেটে তথা দেশে বিভিন্ন উদ্যোক্তা এবং ক্রেতাদের মাঝে একটা সেতু বন্ধনের সৃষ্টি হয়। পাশাপাশি তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের সঙ্গে পরিচিতও হওয়া যায়। তামান্না বেগম নামের একজন বলেন, দিন যত যাচ্ছে ততই দর্শনার্থী-ক্রেতার সংখ্যা তুলনামূলক বেশি। বেচা-বিক্রিও বেশ জমে উঠেছে । তিনি মেলার পরিসর বাড়ানোর কথা বলেন।
এদিকে মেলার আয়োজক কমিটির সদস্য সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার উম্মে ছালিক রুমাইয়া জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ, এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা, এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন এবং পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, এবারের মেলায় ব্যবসা বহুমুখীকরণ নারী উদ্যোক্তাদের প্রস্তুতি, নতুন ভ্যাট আইনে এসএমইবান্ধব ব্যবস্থা এবং নন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস টু এসএমই কাস্টমার ফর সাসটেনইবল এসএমই ফাইন্যান্সিং শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।
সিলেট নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে গত ০৩ মার্চ থেকে শুরু হওয়া এই মেলা চলবে ০৯ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকছে।

এ বিভাগের অন্যান্য