উপজেলাজুড়ে প্রার্থীদের প্রচারনায় প্রবাসীরা আসছেন দেশে
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন সিলেটে আটঘাট বেঁধে দলীয়
স্টাফ রিপোর্টার:
সিলেটের ১২ উপজেলাজুড়ে নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে। আগামী ১৮ মার্চ ২য় ধাপের উপজেলা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে ভোটের দিন ক্ষণগণনা। গত২৮ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক পেয়েই ভোটযুদ্ধে মাঠে নেমেছেন প্রার্থীরা। শুরু করেছেন আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা। কেউ মাজার জিয়ারতের মাধ্যমে। কেউবা আবার ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এমন কি প্রতীক নিয়েই রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে থেকে প্রচারণা শুরু করেন অনেকেই। এদিকে, প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গে পোস্টার টানানোর হিড়িক পড়ে যায় উপজেলা জুড়ে। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় মূল দলের প্রার্থীরা আগে থেকেই পোস্টার ছাপিয়ে রেখেছিলেন। আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীদের নির্বাচনী পোস্টারে সবকটি উপজেলা ছেয়ে গেছে।
সামনে উপজেলা কে সামনে রেখে নগর থেকে গ্রাম পর্যন্ত সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ। ইতোমধ্যে রাজনৈতিক দলের মনোনয়নের আগে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নেমে পড়েছেন গণসংযোগে। হাট- বাজারে শুভেচ্ছা ব্যানার আর ফেষ্টুন টানানোর মাধ্যমে তাদের প্রার্থীদের পাশাপশি নেতাকর্মী সমর্থকেরাও মাঠে নেমেছেন। দলীয় কর্মসূচি গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন সিলেটের উপজেলাগুলোতে এখন নির্বাচনের হাওয়ায় ডুবছে। শতশত সম্ভাব্য প্রার্থী এখন থেকেই আটঘাট বেঁধে মাঠে নামছেন। দলীয় প্রার্থী দের প্রচারনায় প্রবাস থেকেও ছুটে আসছেন নেতাকর্মীরা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান দিচ্ছেন, স্থানীয় সরকার নির্বাচনে তারা বাজিমাত করতে প্রস্তুতি নিয়ে আসছেন দেশে। অপরদিকে রাজনৈতিক দলগুলোও উপজেলা নির্বাচনে তাদের
কৃর্তৃত্ব ধরে রাখতে প্রস্তুতি মন্দ নয় ।
অনুসন্ধানে দেখাযায়, গতউপজেলা নির্বাচনে সিলেট জেলার ১২টি উপজেলার মধ্যে ৪টিতে আওয়ামী লীগ, ৫টিতে বিএনপি ও ৩টিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়লাভ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ জয় পেয়েছিল সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিয়ানীবাজার ও কোম্পানীগঞ্জে। আর বিএনপি জয় পেয়েছিল বিশ্বনাথ, বালাগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট ও গোয়াইনঘাটে। জামায়াতে ইসলামী জৈন্তাপুর, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায় জয় পেয়েছিল। জোটগতভাবে ১২টির মধ্যে ৮টিতেই জয় পায় বিএনপি ও জামায়াত। রাজনৈতিক বিশ্লেষক ও ভোট পন্ডিতদের বক্তব্য, রাজনীতি সচেতন প্রতিটি মানুষ নিখুঁতভাবে বর্তমান ভোট রাজনীতির মাঠের খেলা এবং সামগ্রিক গতি-প্রকৃতি চোখ কান খোলা রেখে তীক্ষ্ন দৃষ্টিতে পর্যবেক্ষণ করছেন।
এদিকে গত ২৮ ফেব্রুয়ারি সিলেটের ১২ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৮৬ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। উপজেলাগুলোকে দুইভাগে বিভক্ত করে জেলা নির্বাচনী কার্যালয় থেকে বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ৮১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আর জেলা প্রশাসন সম্মেলন কক্ষ থেকে সিলেট সদর, কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ, বালাগঞ্জ, কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ১০৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও জেলা নির্বাচনী কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বলে শুভ প্রতিদিনকে জানিয়েছেন রিটানিং কর্মকর্তার দায়িত্বে থাকা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সন্দ্বিপ কুমার সিংহ। এবারের নির্বাচনে সিলেটের ১২ উপজেলায় ২০২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও গত বুধবার ৫ চেয়ারম্যান ও ৬ ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বাকিরা বাছাইয়ের পর আপিলেও বাদ পড়েন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেট সদর : সিলেট সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্তিত প্রার্থী আশফাক আহমদ পেয়েছেন নৌকা প্রতীক, জাতীয় পার্টির শাহ কামাল সিরাজী পেয়েছেন লাঙ্গল প্রতীক, ইসলামী ঐক্য জোটের আব্দুস সালাম পেয়েছেন মিনার, স্বতন্ত্রপ্রার্থী মাজহারুল ইসলাম ডালিম পেয়েছেন আনারস ও নুরে আলম সিরাজী পেয়েছেন মোটরসাইকেল। ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আপ্তার হোসেন (তালা), মকবুল হোসেন খান (টিউবয়েল), ইফতেখার হোসেন লিমন (বাইসাইকেল), নুর আহমদ কামাল (টিয়াপাখি), মুস্তাফিজুর রহমান (চশমা), পারভেজ আহমদ (বই), সাইফুল ইসলাম (উড়োজাহাজ), জয়নাল আবেদিন জুয়েল (গ্যাস সিলিন্ডার), রাজু গোয়ালা (বৈদ্যুতিক বাল্ব)।
বিশ্বনাথ উপজেলা : বিশ্বনাথ উপজেলায় ৪জন চেয়ারম্যান প্রার্থী, ৭ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৫জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী (কাপ পিরিচ), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যের কলচেষ্ঠার বিএনপির সভাপতি সভাপতি মিছবাহ উদ্দিন (আনারস), ইসলামী ঐক্যজোটের প্রার্থী রুহুল আমীনকে দলীয় প্রতীক মিনার বরাদ্ধ দেয়া হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন (তালা), জেলা বিএনপির সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন (মাইক), সংগঠক জুবেল আহমদ (উড়োজাহাজ), বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম (টিউবয়েল), জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ (চশমা), উপজেলা আওয়ামী লীগ নেতা নোয়াব আলী (গ্যাস সিলিন্ডার), উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহর কোষাধ্যক্ষ হাবিবুর রহমান (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি আমিনুল ইসলামের স্ত্রী মোছা. জুলিয়া বেগম (কলস), স্বতন্ত্র প্রার্থী জেলা মহিলা দলের সহ-সভাপতি বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন বৈদ্যুতিক পাখা, উপজেলা মহিলা দলের আহবায়ক নূরুন্নাহার ইয়াসমিন (ফুটবল), জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম (প্রজাপতি), সাবেক মহিলা মেম্বার নেহারা বেগম (পদ্মফুল)।
ফেঞ্চুগঞ্জ উপজেলা : ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের শাহ্ মুজিবুর রহমান জকন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম (কাপ পিরিচ), ওহিদুজ্জামান চৌধুরী ছুফি (দোয়াত কলম), হারুন আহমদ চৌধুরী (ঘোড়া), আনজুমানে আল ইসলাহর প্রার্থী মাওলানা হারুন উর রশীদ (মোটর সাইকেল), মো. মনির আলী (ব্যাটারী), মাতাব উদ্দিন আহমদ (আনারস)। এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস-চেয়ারম্যান শহিদুর রহমান রুমান (টিয়াপাখি), সাবেক ইউপি চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ (তালা), বখতিয়ার হোসেন রয়ন (চশমা), মনিরুল ইসলাম টিটু (উড়ো জাহাজ), সাহাদ মিয়া (টিউবওয়েল) ও রুহিল শাহ্ (বই)। মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা (হাঁস), সেলিনা ইয়াছমীন (ফুটবল), ফেরদৌসি ইকবাল (প্রজাপতি)।
গোলাপগঞ্জ উপজেলা : গোলাপগঞ্জে ৩ পদের প্রার্থীদের মধ্যে জেলা নির্বাচন কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গোলাপগঞ্জে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ (আনারস) ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী জহির আহমদ (মিনার)। ভাইস চেয়ারম্যান পদে গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ (বৈদ্যুতিক বাল্ব), সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মনসুর আহমদ (বই), পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন (তালা) ও যুবলীগ নেতা শাহিন আহমদ পান (উড়োজাহাজ)। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিলেট মহানগর যুব মহিলা লীগের সভাপতি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা (ফুটবল), মাছুমা সিদ্দিকা (পদ্ম ফুল) ও নার্গিস পারভিন (কলস)।
গোয়াইনঘাট উপজেলা : গোয়াইনঘাটে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল দলীয় প্রতীক (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ (মোটরসাইকেল), গোলাপ মিয়া (কাপ পিরিচ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন (ঘোড়া), জেলা বিএনপিরসহ সভাপতি লুৎফুল হক খোকন (আনারস) এবং জামাল আহমদ (দোয়াত কলম) প্রতীক পেয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জয়নাল আবেদীন (টিউবওয়েল), গোলাম আম্বিয়া কয়েছ (চশমা), দেলওয়ার হোসেন (মাইক), মুসলিম উদ্দিন (উড়োজাহাজ) এবং হীরক দেব (তালা) প্রতীকে। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফিয়া বেগম (ফুটবল), মনোয়ারা বেগম বীণা (কলস) ও খোদেজা রহিম কলি (পদ্মফুল) প্রতীক পেয়েছেন।
কানাইঘাট উপজেলা : কানাইঘাটে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী তাদের প্রতীক পেয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন চৌধুরী (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাতবাঁক ইউপি’র সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খয়ের উদ্দিন চৌধুরী (আনারস) ও ছাত্রনেতা এহসানুল হক (গাভী) প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে শাহীন আহমদ (মাইক), জমিয়ত নেতা আব্দুল্লাহ শাকির (চশমা), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল ওদুদ দুদু (তালা চাবি), মহানগর ছাত্রলীগ নেতা এমাদুর রহমান (টিবওয়েল) ও ব্যবসায়ী হাকিম রাব্বানী (টিয়া পাখি) প্রতীক পেয়েছেন। এদিকে কানাইঘাটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে খাদিজা বেগম একক প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন। এতে তার কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় সিলেট জেলা রিটানিং কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ বিনা প্রতিদ্বদ্বীতায় তাকে বিজয়ী বলে ঘোষণা করেন।
বালাগঞ্জ উপজেলা : বালাগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জনসহ ১২ জন প্রার্থী প্রতীক বরাদ্ধ পেয়েছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম রব্বানী (আনারস), জেলা বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আবদাল মিয়া (ঘোড়া), ও আব্দুর রহিম (লাঙ্গল) প্রতিক পয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জেলা যুবলীগ নেতা সামছ উদ্দিন সামছ (চশমা), উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন রশিদ চৌধুরী (টিউবওয়েল), মোস্তাক উদ্দিন আহমদ (তালা), শেখ নুরে আলম (মাইক), সুজিত গুপ্ত বাচ্চু (বাল্ব)। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেবু আক্তার মণি (ফুটবল), কুলছুমা বেগম (পদ্ম ফুল) ও সুপ্তি রানী দাস (কলস) প্রতিক পেয়েছেন।
বিয়ানীবাজার উপজেলা : বিয়ানীবাজারে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান খান (নৌকা), জাকির হোসেন (আনারস), শামীম আহমদ (মোটর সাইকেল), আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার), আবুল হাসনাত (দোয়াত কলম), আলকাছ আলী ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ খছরুল হক খছরু চশমা, জামাল হোসেন তালা, বর্তমান ভাইস চেয়ারম্যান (মহিলা) রোকসানা বেগম লিমা ফুটবল প্রতীক পেয়েছেন।
কোম্পানীগঞ্জ উপজেলা : কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন একই পরিবারের তিনজন। তারা হলেন-বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল বাছিত। তিনি পেয়েছেন হেলিকপ্টার প্রতীক। তার ছেলে দলের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা শামীম আহমদ আনারস ও শামীম আহমদের স্ত্রী জরিনা বেগম দোয়াদ কলম প্রতীক পেয়েছেন। এছাড়াও চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গির আলম (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সামছু মিয়া চৌধুরী (লাঙ্গল), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রাথী আফতাব আলী কালা মিয়া (কাপ পিরিচ), হাফিজ মাসুম আহমদ (টেলিফোন), সামছুল হক (মোটরসাইকেল) ও ইয়াকুব আলী (ঘোড়া) প্রতীক পেয়েছেন। উল্ল্যেখ, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় পর্যায়ের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮মার্চ সিলেটের ১২ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্টিত হবে। গত ১৮ ফেব্রæয়ারী মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা। ২০ ফেব্রæয়ারী ছিল মনোনয়ন যাচাই-বাছাই। ২৭ ফেব্রæয়ারী প্রত্যাহার ও গতকাল বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়।