স্বপ্নচারী তরুণরাই সিলেটের ভবিষ্যৎ নির্ধারক : ডা: আরমান আহমদ শিপলু
মবরুর আহমদ সাজু:
স্বপ্ন ছোঁয়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আরমান আহমদ শিপলু,প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, মানুষের সেবায় যারা কাজ করে তারা মহৎ ব্যক্তিত্ব। আজকের তরুণরাই আগামীতে বাংলাদেশ কে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। এজন্য তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আমাদের উদ্যোগী হতে হবে। তারা যদি এখন ঝরে পড়ে তাহলে সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। সিলেটের তরুণরা অত্যন্ত মেধাবী মন্তব্য করে তিনি বলেন, অনেক মেধাবী তরুণরা মেধা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে। এর জন্য প্রত্যেককে নিজ নিজ স্থান থেকে তরুণদের আগলে রাখতে হবে। সংগঠনের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সিপু আহমদ’র পরিচালনায় শুকবার এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সমাজ সেবক, শহিদ আহমদ। এছাড়া অন্যান্যর মাঝে বক্তব্যে রাখেন সংগঠনের নেতৃৃবৃন্দ। ডা: আরমান আহমদ শিপলু আগামির সিলেট গড়তে তরুণদের উদ্দ্যেশে তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিন্তায় ও মননে ছিলেন তরুণ। আর তাই স্বাধীন দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়েই তিনি দেশকে এগিয়ে নেওয়ার কাজের জন্য তরুণদের প্রস্তুত করতে উদ্যোগী হয়েছিলেন। নিয়েছিলেন শিক্ষাসহ নানা-মাত্রিক যুব-বান্ধব নীতি। বঙ্গবন্ধুর চিন্তা ও আদর্শের ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকারও বিগত এক দশকে যুব-বান্ধব নীতি কৌশল গ্রহণ করেছে এবং তার বাস্তবায়নকে দিয়েছে সর্বোচ্চ অগ্রাধিকার। তাই নতুন সিলেট গড়তে তরুণ সমাজের মতামতের বিকল্প নেই। তিনি এই সংগঠনের সুবিশাল কাজ-কর্ম দেখে সন্তুষ্ট হয়ে অন্যদের উৎসাহিত করতে তিনি সবার প্রতি আহবান জানান।