বিশ্বনাথে ‘নৌকা’ প্রতিকের গণসংযোগের উদ্বোধন করলেন শফিক চৌধুরী

 

আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্ধের পর সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম নুনু মিয়ার ‘নৌকা’ প্রতীকের গণসংযোগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের কলেজ রোড এলাকায় ভোটারদের হাতে নৌকা প্রতীকের লিফলেট তুলে দিয়ে নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন শফিক চৌধুরী। এরপর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নিজেদের সমর্থকদের সাথে নিয়ে বিশ্বনাথ উপজেলা সদরে গণসংযোগ করেন নৌকার মাঝি এস এম নুনু মিয়া।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, প্রবীন ব্যবসায়ী রফিক মিয়া, যুবলীগ নেতা আবদুল হক, জিয়াউর রহমান জিয়া, মনোহর হোসেন মুন্না, মুহিবুর রহমান সুইট, রাজু আহমদ খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুহিত চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, মহানগর ছাত্রলীগ নেতা সফায়েত খান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম রুকন, শিপন আহমদ, কয়েছ আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য