বিশ্বনাথে আওয়ামী লীগের প্রার্থী নুনু মিয়া ব্যপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন

 

আগামী উপজেলা নির্বাচনকে সামনে রেখে ব্যপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুনু মিয়া । নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী  ৮ টি ইউনিয়নে নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানসহ রাজনৈতিক অনুষ্ঠানে বলেছেন সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করার প্রত্যয় ঘোষণা করছেন তিনি। গতকাল গণসংযোগ কালে এই প্রতিবেদককে ফোনে বলেন, শেখহাসিনার আস্থা ও বিশ্বাসের প্রতীক সাবেক সংনদ সদস্য শফিকুর রহমান চৌধূরী ওউপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের নেতৃত্বে দলের ত্যাগী নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সব সময় কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন মাঠে থেকে কাজ করার সুবাদে মানুষের অতি আপনজন হয়ে উঠেছেন।এলাকার সাধারণ ভোটাররা মনে করেন  আগামী উপজেলা  নির্বাচনে   নির্বাচিত হবেন নুন মিয়া। এদিকে তিনি বলেন, দলের উন্নয়নের জন্য কাজ করছি। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করছি। মানুষের বিপদে-আপদে পাশে থাকি। যতদিন বেঁচে আছি এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাব। আর নৌকা স্বাধীনতার প্রতীক নেত্রী আমাকে নৌকা দিয়েছেন এই নৌকার আমার নয় এটা উন্নয়নের প্রতীক বিশ্বনাথ উপজেলাবাসীর।তিনি আগামি ১৮ মার্চ নৌকায় ভোট দেবার আহবান জানিয়ে বলেন, দলমত নির্বিশেষে আমার জন্য সবাই কাজ করছে। আমি নির্বাচিত হলে দৃশ্যমান পরিবর্তন আসবে, যার নেতৃত্বে থাকবে জনগণ, আমি আপনাদের সাথে থাকতে চাই॥ বিশ্বনাথ উপজেলায় গ্রামীণ জনগোষ্টির জীবনমান উন্নয়নই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্যে অপরদিকে দেখা যায়,বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুনু মিয়ার নৌকায় একাট্টা হয়েছে উপজেলা আওয়ামী লীগের জেলা দুই চৌধুরী বলয়ের নেতাকর্মি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানের নেতা কর্মিরা। গ্রুপিং রাজনীতি ভূলে নৌকার বিজয় ছিনিয়ে আনতে মাঠে রয়েছেন সকল বলয়ের নেতা কর্মিরা।

প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলায় বরাবরই আওয়ামী লীগের আধিপত্য ছিল । কিন্তু সংসদ নির্বাচনে বরাবরই মহাজোটের বিশেষ কারনে বারবার ছাড় দিতে হয়েছে। আসন্ন  উপজেলা নির্বাচনে গ্রুপিং রাজনীতির উর্দ্ধে এসে সিলেটে-২ আসনের অন্তর্ভূক্ত বিশ্বনাথ উপজেলায় আধিপত্য ধরে রাখতে চায় গেল উপজেলা নির্বাচনে পরাজিত হওয়া আওয়ামী লীগ। বিগত দিনে হাতছাড়া হয়ে যাওয়ায় এ আসনের উপজেলাটি এবার সুবর্ণ সুযোগ এসেছে বলে জানিয়েছেন দলের নেতারা। এবার সেই প্রত্যাশা হয়তো পূরন করবে বলে মনে করছেন সাধারণ ভোটাররাও।

জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থকদের বিশ্বনাথ উপজেলায় দুটি শক্তিশালী বলয় রয়েছে। আবার সাবেক ২বারের উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানের নেতৃত্বেও আওয়ামী লীগের বেশ সংখ্যক নেতাকর্মিরা রয়েছেন। আরো জানাযায়, বর্তমান সরকারের আমলে অনেক নেতাই প্রধানমন্ত্রীর দিকে থাকিয়ে নিজ দলের নেতাদের জনপ্রিয়তা কে বিসর্জন দিয়ে মহাজোটের প্রার্থীকে জয় করিয়ে ছিলেন। কিন্তু জয়ের পর সংসদীয় এলাকার এমপির পাশে তারা দাঁড়াতে পারেননি। এছাড়া সর্বশেষ গণফোরামের  মোকব্বির এ আসনে জয় পেয়ে বর্তমান আওয়ামীলীগ এর আধিপত্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, বুলন্ঠিত হয়ে উঠছে তাদের কমিটমেন্ট ।

এবারের নির্বাচনে বাজিমাত হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা। দলটির নেতারা বলছেন, সরকারের উন্নয়ন ও সফলতার কারণে উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নুনু মিয়াকে নৌকায় ভোট দেবেন ভোটাররা। নেতারাও কাজ করার জন্য একট্রা হয়ে উঠছেন।

জানাযায়, আওয়ামী লীগ ছাড়া এ আসনে জয় পেয়েছে বিএনপি জাতীয় পার্টি ও গণফোরাম। এর মধ্যে, একবার নিজেদের এবং একবার নির্বাচিত হন জোটের প্রার্থী। তাই আসন দখলের আওয়ামী লীগের সঙ্গে ব্যবধান কমাতে প্রস্তুতি শুরু করেছে সংসদের বাইরে থাকা দলটি। অন্যদিকে বিশ্বনাথ উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি নিকট অতীত থেকে দুই মেরুতে অবস্থান করে। উপজেলা নির্বাচন নিয়েও তাদের অবস্থান ছিলো দুই মেরুতে। কিন্তু নেত্রী নৌকার মনোনয়ন ঘোষনার সাথে সাথে পাল্টে যায় ঐ উপজেলার আওয়ামী লীগের চিত্র। উপজেলা পরিষদ নির্বাচনে এসএম নুনু মিয়াকে নিয়ে একাট্টা সিলেট-২ আসনে আওয়ামী রাজনীতির দুই কর্ণধার শফিকুর রহমান চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরী। এদিকে মুহিবুর রহমানের কোন আনুষ্ঠানিক মন্তব্য না পেলেও তাঁর বলয়ের নেতাকর্মিরা নুনু মিয়ার পক্ষে কাজ করছেন বলে একটি বিশ্বস্থ সূত্র জানিয়েছে।

ইতিমধ্যে বিভন্ন মাধ্যমে আনোয়ারুজ্জামান চৌধুরী দেশে এসে নুনু মিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিবেন বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমরা নৌকার পক্ষে। নৌকার যার আমরা তার। এস.এম নুনু মিয়ার পক্ষে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিশ্বনাথ উপজেলায় নেত্রী নুনু মিয়া নৌকা দিয়েছেন আমরা নেত্রীর নৌকার পক্ষে এখানে কে কি করেন বা করেছেন তা দেখার বিষয় নয়। আর বর্তমান বিশ্বায়নের যুগের সাথে তাল মিলিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতা ধরে রাখতে হলে নৌকা বিজয়ের কোন বিকল্প নাই। আমরা সবাই মিলে নেত্রীকে নৌকা উপহার দিতে চাই। আর নৌকার বিজয় মানেই উন্নয়ন। অপর এক প্রশ্নের জবাবে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, শফিক ভাই আমার বড় ভাই আমরা দুই ভাই মিলে নেতা, কর্মীসমর্থকদের সাথে নিয়ে বিশ্বনাথে নৌকাকে বিজয়ী করবো ইনশা আল্লাহ।

এ ব্যাপারে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী ও আওয়ামী লীগের খাঁটি কর্মী হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিজয় মানে উন্নয়ন। তিনি আরো বলেন, এবার কোনভাবেই নৌকাকে হাতছাড়া করা যাবে না। উন্নয়ন ও অগ্রগতির জন্য নৌকা প্রতিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী এস এম নুনু মিয়াকে বিজয়ী করার কোন বিকল্প নাই।

অপর দিকে সিলেট ২ আসনের অন্যতম উপজেলা বিশ্বনাথ কৌশলে দখলে মরিয়া হয়েছে উঠেছে অন্যতম বড় দল বিএনপিও। এক্ষেত্রে  সতন্ত্রভাবে আওয়ামীলীগকে টেক্কা দিবে  বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

এ বিভাগের অন্যান্য