আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট প্রেস মালিক সমিতির শ্রদ্ধাঞ্জলি
২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেছে সিলেট প্রেস মালিক সমিতির নেতৃবৃন্দ। প্রেস মালিক সমিতির সভাপতি মেহেদী কাবুল নেতৃত্বে সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সিলেট প্রেস মালিক সমিতির শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন প্রতিষ্টাতা সভাপতি বীর মুক্তিয়োদ্বা মনির উদ্দিন চৌধুরী, সভাপতি মেহেদী কাবুল, সাধারণ সম্পাদক আমিনুল হক বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রেজু, কোষাধ্যক্ষ মিসবাহ আহমদ, সদস্য রঞ্জিত দেবনাথ ময়না প্রমুখ ।