শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আন্তরিক : প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জী
সিলেট সরকারি মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালিত
ভাষা শহীদদের হাত ধরেই স্বপ্ন দেখতে শিখেছে বাঙালিরা।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জী বলেছেন, ভাষা শহীদদের হাত ধরেই স্বপ্ন দেখতে শিখেছে বাঙালিরা। সেই স্বপ্ন নির্মানের এই অঙ্গীকার অব্যহত আছে প্রজন্ম থেকে প্রজন্মে। দেশে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আন্তরিক। গত একুশে ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার সিলেট সরকারি মহিলা কলেজ আয়োজিত কলেজের অডিটরিয়ামে সকাল ১০ টায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জী আরও বলেন, শিক্ষার উন্নয়নের জন্য যতবার শেখ হাসিনা সরকার সরকার পরিচালনা করে ততবার, দেশের উন্নয়ন হয়। দেশে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক । আমি কলেজে যতদিন থাকবো ততদিন জীবনের বিনিময়ে শিক্ষক শিক্ষার্থীসহ কলেজের অবকাঠামো উন্নয়নে চেষ্টা করব। শনিবার পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান কলেজের একটি অনুষ্ঠানের পুরস্কার বিতরনীতে আসছেন উল্লেখ করে তিনি বলেন, সিলেট সরকারি মহিলা কলেজ নারী জাগরণে ভুমিকা পালন করে আসছে। শিক্ষার্থীরা শিক্ষা সাংস্কৃতিক দিক দিয়ে এগিয়ে রয়েছে। তিনি বলেন ,কলেজের অবকাঠামো উন্নয়নে মাননীয় মন্ত্রীর কাছে সিলেটবাসীর প্রাণের দাবী তুলে ধরবেন বলে মন্তব্য করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মহিলা কলেজের শিক্ষার্থীরা অগ্রণি ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের সৃজনশীল গবেষণা, প্রশিক্ষণের মাধ্যমে প্রায়োগিক শিক্ষার সম্প্রসারণ ও সুস্থ নৈতিক শিক্ষার মাধ্যমে সম্প্রীতি, শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠার কারিগর হিসেবে শিক্ষকদের শিক্ষার প্রতি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। কলেজের প্রভাষক কয়েস মাহমুদের প্রাণবন্ত পরিচালনায় অনুষ্টানে অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন-উপাধক্ষ প্রফেসর ফাহিমা জিন্নুরায়েন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক বশির আহমদ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বিহারী রায়, দর্শন বিভাগের অধ্যাপক মো. মছব্বির চৌধুরী। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষক শিক্ষার্থীরা উপভোগ করেন।