অগ্নিকাণ্ডে আহতদের চিকিসার খরচ বহন করবে সরকার: সিলেটে স্বাস্থ্যমন্ত্রী
পুরান ঢাকার চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় আহতদের চিকিসার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় ১০ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
সবগুলো হাসপাতালকেই প্রস্তুত রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।
প্রসঙ্গত, বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টা মসজিদের পাশের কয়েকটি ভবনে আগুন লেগে ৭০ জনের ওপরে মানুষ মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।