মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনিত
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনিত করা হয়েছে। বর্তমান উপজেলা চেয়ারম্যান হাজী অাবুল কালাম পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করায় তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আজ বুধবার সুনামগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভায় তিনি সভাপতিত্ব করেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব সফিউল্লাহর পরিচালনায় সভায় ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলায় কর্মরত অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দলীয় সিদ্ধান্তের ফলে চলতি উপজেলা নির্বাচন বর্জন করেছি। সাংবিধানিকভাবে চেয়ারম্যানের অবর্তমানে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। সে হিসেবে আমাকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসার অবগত করেছেন। উপজেলা চেয়ারম্যানের অার্থিক ক্ষমতাসহ অানুষঙ্গিক ক্ষমতা প্রদানের জন্য তিনি মন্ত্রনালয়ে একটি চিটি প্রেরণ করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।