রোটারি ক্লাব সিলেট সাউথ রোটারির সভা
রোটারি আন্দোলনের সাথে
সম্পৃক্ততা মুলত মানুষের কল্যাণের জন্য
‘রোটারি আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা মুলত মানুষের কল্যাণের জন্য। অসহায় অনাথ মানুষের সুখ দুঃখের সাথী হয়ে তাদেরকে আর্থিক সাহায্য করে বন্ধুত্ব ও মানবিক নৈতিকতাবোধসম্পন্ন মানুষ হিসেবে আমাদেরকে টিকে থাকতে হবে। ’ রোটারি ক্লাব অব সিলেট সাউথ-এর ১৩৮০তম সাপ্তাহিক সভায় বক্তারা একথা বলেন। গতসোমবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। রোটারি সিলেট সাউথ-এর ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের সভাপতিত্বে ও রোটারিয়ান শাহাজান খান-এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পিপি রোটারিয়ান আব্দুল মালিক সুজন, প্রেসিডেন্ট নমীনি দেবাশীষ চক্রবর্তী, পিপি ড. আর কে ধর. পিপি এডভোকেট দিলীপ কুমার দাস, রোটারিয়ান আশরাফ আহমদ, রোটারিয়ান জাকারিয়া আহমদ, রোটারিয়ান আব্দুর রশিদ, রোটারি এইচ এম কামরুল ইসলাম, রোটারিয়ান অশোক বর্মণ অসীম, রোটারিয়ান গৌরাঙ্গ তালুকদার, রোটারিয়ান মারুফ আহমদ প্রমুখ।