ইনোভেটর’র বইপড়া উৎসবের পরীক্ষা শুক্রবার
ইনোভেটর আয়োজিত বইপড়া উৎসবের প্রতিযোগিতামূলক পরীক্ষা আগামী (২২ ফেব্রুয়ারি) শুক্রবার অনুষ্ঠিত হবে। ঐদিন নগরীর লামাবাজারস্থ মদনমোহন
কলেজে সকাল ১০ টা থেকে ২ ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বইপড়া উৎসবে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক প্রণব কান্তি দেব আহবান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি আরো জানান, এ পরীক্ষায় স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা আনিসুল হকের ‘ একাত্তরের এক দল দুষ্টু ছেলে” এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমজাদ হোসেন এর ‘ উত্তরকাল’ উপন্যাস থেকে সংক্ষিপ্ত প্রশ্নপত্রে অংশ নেবে। পরীক্ষায় অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হবে। আয়োজক সূত্রে জানা যায়, এ বছর ৮ শতাধিক শিক্ষার্থী বইপড়া উৎসবে অংশ নিয়েছে।
উল্লেখ্য, এ বছর বইপড়া উৎসবের এক যুগপূর্তি অনুষ্ঠিত হচ্ছে। গত ৮ ডিসেম্বর এ বইপড়া উৎসবের উদ্বোধন হয়। আগামী মার্চে পুরস্কার বিতরণের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি হবে