এমসি কলেজে সাংবাদিক পেটালো ছাত্রলীগ

সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতির ছবি তুলতে গেলে কর্মরত সাংবাদিকদের পিটিয়েআহত করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় সিলেটের এমসি কলেজে মোহনা বসন্ত উৎসবে চেয়ারে বসাকে কেন্দ্র করে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ ও সিলেট এমসি কলেজ ছাত্রলীগের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এসময় সেখানে কর্মরত সাংবাদিকরা ছবি তুললে গেলে তাদের উপর হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রনজিত তালকুদারের অনুসারী বলে জানা যায়।

আহতরা হলেন, দৈনিক সমকালের আলোকচিত্রী ইউসুফ আলী, ভোরের কাগজের আলোকচিত্রী অসমিত অভি, সিলেট ভয়েস ডটকমের আলোকচিত্রী মিঠু দাস জয় ও সিলটিভি ডটকমের ক্যামেরাপার্সন কাউসার আহমদ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনা পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের অন্যান্য