বিশ্বনাথে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিলেন নৌকার প্রার্থী নুনু মিয়া
আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম নুনু মিয়া। সোমবার দুপুর ১২টায় বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বনাথ উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নই হবে প্রধান কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে যে প্রদক্ষেপ নেয়া হয়েছে শুরুতেই তা বিশ্বনাথ উপজেলায় বাস্তবায়ন করা হবে।
মনোনয়ন জমাদানকালে আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সহ-সভাপতি আছাদুজ্জামান আছাদ, যুগ্ন সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, মখদ্দছ আলী ও উপজেলা আওয়ামী লীগের মাহবুবুর রহমান লিলু।
এসএস নুনু মিয়া সিলেট কেন্দ্রিয় সমবায় ব্যাংকের পরিচালক হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের কাসিমপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান।