যুক্তরাজ্য প্রবাসী সানিকে হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন’র সংবর্ধনা
হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন’র বিয়ানীবাজার উপজেলা কমিটির উপদেষ্ঠা ও যুক্তরাজ্য এসেক্স আওয়ামীলীগের সহ-সভাপতি মিসবাহ উদ্দিন সানি’র স্বদেশ আগমন উপলক্ষ্যে সংবর্ধনা জানিয়েছে সিলেট বিভাগীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ।
সংবর্ধিত অতিথি সানি বলেন, হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন’র সমাজের সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের কল্যাণে আমারা সবাই একসাথে কাজ করে যাবো। তিনি বলেন, যে কোন সামাজিক কার্যক্রমে আমাকে আপনাদের পাশে পাবেন। সমাজ সেবায় এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব।
গতকাল শুক্রবার সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন’র সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আরিফুর রহমান, সহ-সভাপতি হানিফ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, দপ্তর সম্পাদক মো: এমদাদুর রহমান, প্রচার সম্পাদক শেখ আব্দুল মজিদ, সাধারণ সদস্য এবাদ উদ্দিন,সাব্বির আহমদ আজাদ, মো: শাহজাহান, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক প্রীতি কুসুম মিত্র, দপ্তর সম্পাদক মো: রহিম আহমদ, প্রচার সম্পাদক সাহেদ আহমদ বাদশাহ্, নির্বাহী সদস্য সাহেদ আহমদ, সাধারণ সদস্য আরিফ হুসাইন ও বিয়ানীবাজার উপজেলা সহ-সভাপতি রুবেল আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি